অগ্নিসংযোগ এলাকা পরিদর্শনে রংপুরে কাদের

499

ঢাকা অফিস:ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রংপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান তিনি সফর সঙ্গীদের নিয়ে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন।-1-66
ওবায়দুল কাদেরের একান্ত সহকারী শেখ ওয়ালিদ পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সেতুমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে রংপুরের ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন।’
ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুর সদরের ঠাকুরপাড়া এলাকায় হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটে। এতে নয়টি হিন্দু পরিবারের ১৮টি ঘর ভস্মীভূত হয়।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামে একজন নিহত হন। পুলিশসহ আহত হন আরও ৩০ জন।

ওবায়দুল কাদেরের সফরসঙ্গী হিসেবে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল হক ও উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.