অধিনায়কের বাদ পড়া ম্যাচে পাকিস্তানের জয়
গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেহলুকায়োকে ‘কালো’ বলে অসম্মান করেন সরফরাজ আহমেদ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় বর্ণবিদ্বেষী এমন আচরণের কারণে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজকে চার ম্যাচ নিষিদ্ধ করে আইসিসি।
সরফরাজের পরিবর্তে রোববার দলের চতুর্থ ওয়ানডে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন শোয়েব মালিক। টানা দুই ম্যাচে হেরে যাওয়া পাকিস্তান শোয়েব মালিকের নেতৃত্বে রোববার ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজে (২-২) সমতা আনে।
দলের জয়ে অসাধারণ বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন উসমান শেনওয়ারি। ৭ ওভারে ৩৫ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন উসমান।
রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ওপেনার হাশিম আমলা উইকেটের এক পাশ আগলে রাখলেও অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। যে কারণে ৪১ ওভারে ১৬৪ রানে অলআউট আফ্রিকা।
দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার হাশিম আমলা। এছাড়া ৫৭ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে শূন্য রানে ফেরেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। পাকিস্তানের হয়ে ৭ ওভারে ৩৫ রানে ৪ উইকেট শিকারকরেন উসমান। এছাড়া দুটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খান।
টার্গেট তাড়া করতে নেমে ১১১ বল হাতে রেখে ৮ উইকেটে জয় লাভ করে পাকিস্তান। দলের জয়ে ৭১ রান করেন ইমাম-উল-হক। এছাড়া ৪৪ রান করেন ফখর জামান। ৪১ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বাবর আজম।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৪১ ওভারে ১৬৪/১০ (আমলা ৫৯, ডু প্লেসিসি ৫৭; উসমান ৪/৩৫)।
পাকিস্তান: ৩১.৩ ওভারে ১৬৮/২ (ইমাম ৭১, ফখর ৪৪, বাবর ৪১*)।
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: উসমান শেনওয়ারি (পাকিস্তান)।