অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া ডেস্কঃ
গত রোববার, ১৪ই ফেব্রুয়ারী মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ । টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ান অধিনায়ক। ক্যারিবিয়ানদের দূর্দান্ত বলে ধ্বসে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ । ৪৫.১ ওভারে ১৪৫ রান করেই ব্যাটিং এর ইতি টানতে হয় ভারতকে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে শেষ ওভারে ৩ বল বাকি থাকতেই। এই স্বল্প রানের পূঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করেছেন ভারতীয় বোলাররা। বাহাতি স্পিনার মায়াঙ্ক ডাগার একাই নিয়েছেন ৩টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচ জেতানো জুটি গড়ে তোলেন কিসি কার্টি ও কিমো পল। কার্টি ৫২ রান ও পল ৪০ রান করে থাকেন অপরাজিত। ব্যাটিং এবং ফিল্ডিং উভয় ক্ষেত্রেই চরম ব্যার্থতার পরিচয় দেয় ভারত। প্রথম ওভারেই উইকেট পেয়ে যায় ক্যারিবিয়ানরা। তাদের সুইং ও বাউন্সের চোটে নাভিশ্বাস উঠে যায় ভারতীয় বাটসম্যানদের। ৫০ রানেই ভারত হারায় ৫টি উইকেট। এরপর দলের হাল ধরেন সরফাজ। ৫১ রান করা পরেই জন ফিরিয়ে দেন তাকে। শেষের দিকে রাহুল বাথামা ২১ রান করে দলকে নিয়ে যান দেড়শর কাছাকাছি। ওয়েস্ট ইন্ডিজ দলের; জন ৩টি, জোসেফ ৩টি, পল ২টি এবং হোল্ডার ও স্প্রিঙ্গার ১টি করে উইকেট পান। সেরা ইনিংস খলে ম্যাচ সেরা ক্রিকেটার হন কার্টি। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ যুব বিশ্বকাপে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল।