অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল বাংলাদেশের জুনিয়র টাইগাররা

628

ক্রীড়া ডেস্কঃ

গতকাল শনিবার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শ্রীলংকার ২১৫ রানের টার্গেট পূরণ করে  তাদেরকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় স্থান ‍‌‍অর্জন করল বাংলাদেশের জুনিয়র টাইগাররা । অধিনায়ক মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে  বাংলাদেশ জয় পায় ৩ বল বাকি থাকতেই। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে অবশেষে জয় হলো বাংলাদেশের।

Cricket-3

দর্শকদের আনন্দ স্লোগানে মূখরিত হয়ে উঠেছিল ফতুল্লা স্টেডিয়াম। ফাইনালে উঠতে না পারলেও প্রথম বারের মতো বিশ্বকাপ ক্রিকেটে তাদের সর্বোচ্চ স্থানের শিরোপা অর্জন করল বাংলাদেশ। ব্যাটিংয়ের প্রথমদিকে জয়রাজ ও জাকির হাসান কৃতিত্ব দেখাতে না পারলেও ২য় উইকেটে খেলার হাল ধরেন জয়রাজ ও জাকির আলী। ২৫ রানের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন জাকির আলী। এরপর দলকে টেনে তোলেন নাজমুল ও অধিনায়ক মিরাজ।  এরা দুজন আউট হয়ে গেলে হঠাৎ করেই ম্যাচটি জেতা কঠিন হয়ে পরে। এরপর হাল ধরেন শফিউল ও সাইফুদ্দিন। ২১ রানের মাথায় শফিউল আউট হয়ে গেলে আবারো অনিশ্চিত হয়ে যায় জয়ের আশা। শেষ পর্যন্ত ৪৮ তম ওভারেই ম্যাচটি হাতের মুঠোয় নিয়ে আসে সাইফুদ্দিন ও মোসাব্বেক। শেষ ওভারে জাকির আাবার মাঠে নেমে বাংলাদেশকে জিতিয়ে দেন ৪ মেরে। অধিনায়ক মিরাজ ৩ উইকেট ও ৫৩ রান করে হয়ে যান ম্যাচ সেরা। আজকের এই জয়ের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে সূচনা হয় আরো একটি সোনালী ইতিহাসের।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.