অবশেষে ডাক পেলেন, ফিরছেন আমির

518

পাকিস্তান টি-২০ দলে পুনরায় ডাক পেলেন ফাস্ট বোলার মোহাম্মদ আমির। চলতি সফরে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য আজ ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে আমিরকে। তবে সাম্প্রতিক সময়ে ভাল পারফরমেন্স করা অনেকেই দলে জায়গা পাননি।

383483_190

গত বছর এশিয়া কাপে বাজে পারফরমেন্স করার পর সিমিত ওভার ও টেস্ট দল থেকে বাদ পড়েন ২৬ বছর বয়সী আমির। তবে চলতি দক্ষিণ আফ্রিকা সফরে দুই ফর্মেটেই দলে আছেন তিনি।

আমিরকে ছাড়াই গত বছর সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উভয় দলকেই হোয়াইটওয়াশ করে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা সফরে বর্তমানে পাঁচ ওয়ানডে সিরিজ খেলা পাকিস্তান আগামী ১ ফেব্রুয়ারি কেপ টাউনে, ৩ ফেব্রুয়ারি জোহানেসবার্গে এবং ৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে তিনটি টি-২০ ম্যাচ খেলবে।

গত মাসে পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল টি-২০ চ্যাম্পিয়নশীপে সর্বোচ্চ রান করা খুররম মঞ্জুর, রিজওয়ান হাসান এবং সালমান বাটের কেউই দলে জায়গা পাননি।

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী আহমদ বাট, উমাইদ আসিফ এবং মোহাম্মদ ইরফানেরও দলে জায়গা হয়নি।

বর্তমানে টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে পাকিস্তান দল। দলটি এক নাগারে নয়টিসহ গত বছর মোট ১৯ ম্যাচের ১৭টিতে জয়ী হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে।

পাকিস্তান দলের প্রথান নির্বাচক ইনজামাম উল হক বলেন, আগামী বিশ্বকাপ এবং আগামী বছরের টি-২০ বিশ্বকাপকে বিবেচনায় রেখে দল নির্বাচন করা হয়েছে।

দল : সরফরাজ আহমেদ ( অধিনায়ক), আসিফ আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আরি, মোহাম্মদ হাফিজ, শাহেবজাদা ফারহান, শাদাব খান, শাহিন আফ্রিদি, শোয়েব মালিক, উসমান সিনওয়ারি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.