অবসর নিতে চলেছেন জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল বোল্টের অবসর নিয়ে। জানুয়ারির শেষ দিকে শোনা যাচ্ছিল রিওতে নয়, টোকিওর পর থামবেন বিশ্বের এই দ্রুততম স্প্রিন্টার। কিন্তু এবার তিনি নিজেই স্পষ্ট জানিয়ে দিলেন, আরো চার বছর মোটিভেশন ধরে রাখা সম্ভব নয়। তাই অবশ্যই এটাই আমার শেষ অলিম্পিক। রিওতেই শেষ তার অলিম্পিক সফর। শুধু অলিম্পিক থেকেই নয়, রিওর পরে ট্র্যাক থেকেও পাকাপাকি অবসর নিতে চলেছেন উসেইন বোল্ট।