অসুস্থ সানাউল্লাহ মিয়াকে দেখতে হাসপাতালে সিমকী খান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে তিনি রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর অসুস্থ এই আইনজীবীকে হাসপাতালে দেখতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সিমকী ইমাম খান।
অসুস্থ সানাউল্লাহ মিয়া সম্পর্কে এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, স্যার খুবই অসুস্থ। সকলে স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন, আমিন।
তিনি বলেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ায় স্যারের ডান হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এখন তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।
এছাড়াও তাকে হাসপাতালে দেখতে যান- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতৃবৃন্দ।