আইভি রহমান খালাতো বোন, গোলাম আযম কেউ নন: স্টিফেন

557

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করা নিয়ে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন হাবিবুর রহমান স্টিফেন।

pic-stiphen-1-20190211133916

সোমবার নবীনগরে বেলা ১১টায় উপজেলা কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের পক্ষে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান স্টিফেন বলেন, ‘একই গ্রামে বাড়ি হওয়ায় কেউ কারো আত্মীয় হয়ে যান তা আমার জানা ছিল না। গোলাম আযমের জীবদ্দশায় এবং আমি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে ও পরে তার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ ছিল না।’

তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, কোনো সাংবাদিক সরেজমিন তদন্ত করলে জানতে পারবেন আমি চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে কতটা সক্রিয় ও সরব ছিলাম। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান আপন খালাতো বোন ও ভগ্নিপতি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আত্মীয় হওয়ায় বহুবার অত্যাচার-নির্যাতন ভোগ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ আনার বিষয়ে বলেন, এ বিষয়ে তদন্ত হয়েছে। বিষয়টি সম্পর্কে পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন নসু বিস্তারিত জানেন বলে উল্লেখ করেন তিনি।

এ সময় মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি নানা অভিযোগ তোলেন হাবিবুর রহমান স্টিফেন।

সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজিত কুমার দেব, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি মনোননয়ন বঞ্চিত তিন প্রার্থী কাজী জহির সিদ্দিক টিটু, সিরাজুল ইসলাম ফেরদৌস ও এইচ.এম আল-আমিন আহমেদ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, হাবিবুর রহমান স্টিফেন একজন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ ও তিনি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত প্রয়াত গোলাম আযমের আত্মীয় এবং তার সম্পদ দেখাশোনা করেন। অথচ তৃণমূলের মতামতকে উপেক্ষা করে তাকে উপজেলা নির্বাচনে প্রার্থী করা হয়েছে।

তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে স্টিফেন সমর্থকরা বিক্ষোভ করেন এবং মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর লাগানো কিছু নির্বাচনী ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.