আওয়ামী লীগ আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্রে:হারুন

730

স্টাফ রিপোর্টার:পরাজয়ের ভয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিচ্ছেনা আওয়ামীলীগ, কারন আগামীতে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশীদ ।

(যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশীদ)
(যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশীদ) মহান বিজয় দিবস উপলক্ষে গত ২৫ ডিসেম্বর ভার্জিনিয়ার ফলচার্চের কাবাব কিং রেষ্টুরেন্টে ওয়াশিংটনডিসি বিএনপি আয়োজিত আলোচনায় তিনি এ সব কথা বলেন।তিনি আরো বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
(এডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া)
(এডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া)    সরকার প্রবাসীদের পাঠানো অর্থের সুষ্ঠুভাবে সদ্বব্যবহার না করে লুটপাটের মাধমে আত্মসাৎ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এ যুগ্ম মহাসচিব।
(সাবেক সংসদ সদস্য দেওয়ান মোঃ সালাউদ্দীন)
(সাবেক সংসদ সদস্য ডাঃ  দেওয়ান মোঃ সালাউদ্দীন) বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেন, রাজনীতি ও নির্বাচন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে দুরে রাখতেই সরকার তাদের উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। অথচ গত ১০ বছরে যেমন একটি মামলাও প্রমানে ব্যর্থ হয়েছে, তেমনি আগামী ১০০ বছরেও এ সব ভুয়া মামলা প্রমানে ব্যর্থ হবে। তিনি প্রশ্ন রাখেন, সরকার অবৈধ সংসদ দিয়ে আইন পাশ করে উচু গলায় বলছে নির্বাচিত  সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু সরকার নিজেতো নির্বাচিত নয় । তিনি বলেন, এদিকে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা বলে বিএনপির কোন জনসমর্থন নাই। আরেক দিকে তার ভয় শুধ বিএনপি তাহলে কেন? বিএনপির যদি কোন জনসর্মথন না থাকে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতা আসার আহবান জানান।DSC_0862
অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডঃ দেওয়ান মোঃ সালাউদ্দীন বলেন, প্রবাসীরা রেমিটেন্স প্রদান করে দেশের উন্নয়নের চাকা সচল রাখছে আর হাসিনা তার ক্রেডিট নিতে চাচ্ছে । DSC_1007বাংলাদেশের উন্নয়ন হওয়ার কথা খরগোস গতিতে হচ্ছে কচ্ছপ গতিতে। দেশের গনতন্ত্র যেমন এ সরকারের হাতে নিহত হয়েছে তেমনি দেশের সকল সম্পদও লুণ্ঠন হয়েছে।সাধারন সম্পাদক এজেএম হোসাইন বলেন, দেশে এখন একটি লুটেরা সরকার বিরাজিত। বর্তমান আওয়ামী দুঃসাশনের বিভিন্ন সচিত্র প্রতিবেদন, এবং ঔক্যবদ্ধ আন্দোলন এর মাধ্যমের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান।DSC_1017
সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন সোহরাওয়ার্দির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠনের সাধারন সম্পাদক এজেএম হোসাইন। DSC_0991আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডঃ কামরুল ইসলাম, সহ সভাপতি সামছুদ্দীন মাহমুদ, সহ সভাপতি মাসুদুর রহমান, মিয়া মজনু,যুগ্ম সাধারন সম্পাদক তারিকুল ইসলাম অশ্রু, যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ আলম, যুগ্ম সাধারন সম্পাদক জাকির আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ হোসাইন জুনিয়র, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহমেদ, ট্রেজারার মুনির হোসাইন, সহ সাংগঠনিক মোকলেসুর রহমান লিটন, সহ সাংগঠনিক  আবদুস সবুর জুয়েল, সাংস্কতিক সম্পাদক মেহেদী হাসান, যুব সম্পাদক মোঃ আল আমীন, প্রচার সম্পাদক মোঃ রাসেল আহমেদ, ছাত্রবিষয়ক সম্পাদকসোহেল আহমেদ, কাইয়ুম চৌধুরী, মামুন খান, মোঃ জামান, সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান দেওয়ান বিপ্লব এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা টিএম শহীদুল্লাহ প্রমুখ।DSC_0917
 অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিস্ট ব্যবসায়ী জাহিদ খান, সেলিম উদ্দিন, আরিফ হোসাইন, মেজর(অবঃ) আলম, আবদুস সালাম মৃধা, মাহফুজ মোল্লাহ, আসলাম মোল্লাহ, মোখলেসুর রহমান, রাজু আহমেদ, মোশারফ হোসাইন, মোঃ জামান, আরিফুর রহমান, মোঃ আবদুল কাদের, পলি হোসেন, স্যাম রিয়া, নাসরিন রহমান, লুৎফুন নাহার, সায়েদ সিদ্দিক, আরিফ ইসলাম, মোঃ নাছির উদ্দিন, রুবনা সিদ্দিক, মাহফুজ মাওলা,  মোহাম্মদ আবুল কালাম, মোঃ আমীন, মোঃ আলামীন অভি, বাবুল হোসাইন, মোঃ ফরহাদ, জসিমউদ্দিন, হাবিবুর রহমান শাওন, শাথিল আহমেদ, শাকেরুল হক, সোহান মির্জা,  কামাল পাশা, মোঃ মাহফুজ, মোঃ মানিক, নাসির আহমেদ, সোহেল আহমেদ রেজা, ফরহাদ হোসেন, শাহাদাত হোসাইন, রাজু হাসান, শফিউল সর্দার প্রমুখ।       সহ সভাপতি সামছুদ্দীন মাহমুদ, সহ সভাপতি মাসুদর রহমান, মোহাম্মদ শাহরিয়ার রহমান, জামাল উদ্দিন, আবদুস সবুর জুয়েল এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা টি এম শহীদুল্লাহ।DSC_0962উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সফরকালীন সময়ে বিএনপির নেতারা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে ওয়াশিংটনডিসির প্রায় ৩০০ জন অংশ নেন। সবাইকে রাতের খাবার খাওয়ানো হয়।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.