আগামীকাল লস এঞ্জেলেসে মুনা’র ইফতার মাহফিল: এরিক গারসিটি প্রধান অতিথি

606

ফয়সাল আহমেদ তুহিন, ক্যালিফর্নিয়াঃ

১২ই জুন রবিবার অনুষ্ঠিত হচ্ছে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা’র (MUNA) ইফতার মাহফিল। স্থানীয় শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কমিউনিটির সর্ববৃহৎ এই ইভেন্ট। লস এঞ্জেলেসে মুনা’র ইফতার মাহফিল অত্যান্ত সুশৃঙ্খল ভাবে সহস্রাধিক লোকের একত্রে ইফতার গ্রহণ এক ঐতিহ্যে রূপ নিয়েছে। যা কমিউনিটির সর্ববৃহৎ অনুষ্ঠান। এতে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দূর দুরান্ত থেকে মুনা’র ইফতার মাহফিলে লোক সমাগম ঘটে।

13436084_1033013503402267_193459670_n

বৃহৎ এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লস এঞ্জেলেসের সিটি মেয়র, ডেমোক্রেট দলীয় প্রভাবশালী রাজনীতিক এরিক গারসিটি।

বিশেষ অতিথি থাবকেন বিশিষ্ট ইসলামী স্কলার ড: মুজাম্মেল সিদ্দিকী, ড: সালাম আল মারিয়াতি, মুনার ওয়েষ্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান

ইফতার মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন। চ্যাপ্টার প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর, সেক্রেটারি ড: শরিফুল ইসলাম, মিডিয়া ও পাবলিসিটি সম্পাদক আহমেদ ফয়সাল প্যাসেফিকের তীরে বসবাসরত সকল বন্ধু ও শুধীজনের প্রতি স্ব-পরিবারে ও সবান্ধবে ইফতার মাহফিলে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.