আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই:নাসিম 

575

আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই:নাসিম

বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।nasim_minister

তিনি এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। আজ বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলের শিক্ষা মেলা উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইফ আ স ম ফিরোজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বগুড়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আলীমুন রাজিব, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর প্রমুখ।

মোহাম্মদ নাসিম স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অচিরেই শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি উন্নতমানের অ্যাম্বুলেন্স, আল্ট্রাসোনগ্রাফী মেশিন, এক্সরে মেশিন প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে তিনি বিদ্যালয় চত্বরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষা বিষয়ক উপকরণ বিতরণ, ভাষা আন্দোলন ও মুক্তি সংগ্রামের দুর্লভ চিত্র পরিদর্শন করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.