আগামী ১৪ মে ডেটা গ্রুপের পুনর্মিলনী ও আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান

794

জাহিদ রহমান, ওয়াশিংটন ডিসি

২০০৮ সালে প্রতিষ্ঠা হবার পর প্রথমবারের মতো আইটি প্রতিষ্ঠান ডেটা গ্রুপ আয়োজন করেছে পুনর্মিলনী ও আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মুল আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত ক্লোজআপ ওয়ানের সেরা তারকা লিজা। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ‘বর্ণমালা গ্রুপ’ ও ওয়াশিংটনের সুপরিচিত ব্যান্ডদল ‘শ্যাডো ড্রিম’। অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করবে রাজশ্রী গ্রুপ।

13231116_1016569765046641_1705412223_n

পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ‘নিউজবিডিইউএস’।

ফ্রী গাড়ি পার্কিং ও রাত্রির খাবারের ব্যবস্থা আছে। ঠিকানাঃ 8100 Old Keene Mill Rd Springfield, VA 22152.

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.