আজ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
নিউজবিডিইউএস:দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে বিশ্বের অন্যান্য দেশের মত গ্রেটার ওয়াশিংটনডিসিতেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আমেরিকা অনইসলামিক দেশ মুসলমানদের পর্যাপ্ত সুযোগ –সুবিধা এখানে নেই । সরকারিভাবে না আছে ঈদের ছুটি, না আছে ঈদ স্পেশাল। তবুও তার মধ্যদিয়েই বিশ্বের সকল প্রান্তের মুসলমানেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এককাতারে শামিল হয়ে আদায় করবে পবিত্র ঈদুল ফিতরের নামায।
ওয়াশিংটনডিসিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এখানকার একমাত্র বাংলাদেশী কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররম ভার্জিনিয়ায়। সেখানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে । প্রথম জামাত সকাল আটটায় দ্বিতীয় জামাত সকাল ন’টায় তৃতীয় জামাত সকাল দশ টায়। ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।এছাড়াও বিভিন্ন মসজিদ এবং সামাজিক মিলায়নাতনে এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হবে।বাইতুল মোকাররম মসজিদ;2116 south nelson st arlington,va.