আদেশ পুনর্বিবেচনার দাবী জানিয়েছেন মোহসিনা রিমি
নিউজবিডি ইউএস ডেস্কঃ অব্যাহতির আদেশ পুনর্বিবেচনার দাবী জানিয়েছেন মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামীলীগ সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া মোহসিনা রিমি।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল ফেইসবুকে যে ছবি পোস্ট করেছিলেন, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। বিষয়টি জানার পর ফেসবুক থেকে ছবিটি অপসারন করতে অনুরোধ করলেও দরুদ মিয়া সে অনুরোধ রাখেননি।
তবে ফেইসবুকে দেয়া ছবির বিষয়ে প্রতিবাদ করে মন্তব্য না করার অপরাধে যদি সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়, সে আদেশ তিনি মাথা পেতে নেবেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
একই সাথে তিনি স্মরন করিয়ে দেন, কাউকে অব্যাহতি দেয়ার পূর্বে শোকজ করার বিধান থাকলেও এ ক্ষেত্রে তা করা হয়নি।
মোহসিনা রিমি আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে দেখছেন। পাশাপাশি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে তাকে দেশ ও জাতির সেবা করার সুযোগ দেয়ারও অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে একটি ছবি ও পোস্ট দেয়াকে কেন্দ্র করে মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামীলীগ সভানেত্রীর পদ থেকে মোহসিনা রিমিকে অব্যাহতি দেয় যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ। প্রেস বিজ্ঞপ্তি।