আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের প্রভাত ফেরী এবার হোয়াইট হাউস এর সম্মুখে
নিউজবিডিইউএস ডেস্কঃ
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি” – আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তি ও সংঘঠন সকলের প্রতি আমন্ত্রন রইল।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
১। বীর মুক্তিযোদ্ধা জনাব, রফিক পারভেজ: ৫৭১-৪০৩-৪০২১, ২। শেখ সেলিম: ৪৪৩-৮৫২-৬৯৬৩, ৩। এডভোকেট অমর ইসলাম: ২০২-৭১৬-১০৯৯, ৪। মোঃ শফিউল আলম: ৫৭১-৫৩৫-৬১২৬, ৫। মইনুল হাসান তাপস: ২৪০-৩৫৫-৭৬২১, ৬। দস্তগীর জাহাঙ্গীর: ৭০৩-৬৭৭-০৬৭৯, ৭। জীবক বড়ুয়া: ২০২-২৯০-৯১০৮, ৮। দেওয়ান আরশাদ আলী: ৫৭১-২১৫-৮৪০১, ৯। ওসমান খান: ৫৭১-২৭৭-০৪৮৮, ১০। মোঃ শামসুজ্জোহা তালুকদার: ৫৭১-৩০২-৯৪২৫, ১১। মীর রফিকুল ইসলাম: ২০২-৫৬৯-০৭১৩।
সবার জন্য ব্যনার, ফেস্টুন অনুমোদিত।
একুশে উদযাপন: 20 FEB Sat 11 PM to 21 FEB Sun 02 AM• The White House • Washington. 1600 Pennsylvania Ave, Washington, D C.