আফরোজা আব্বাসের সাথে আলোচনায় বসতে চান সাবের হোসেন

615

ঢাকা-৯ আসনের নির্বাচনী পরিবেশ উন্নত করতে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসের সাথে আলোচনা বসতে প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। বুধবার বিকেলে খিলগাঁও সবুজ মতি ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বর্তমান এই সংসদ সদস্য।

saber-2

গত মঙ্গলবার দক্ষিণ গোড়ানে আফরোজা আব্বাসের মিছিলে হামলা ও সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বলেন, আমি সন্ত্রাস-সহিংসতায় বিশ্বাসী না। আমি চাই নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ থাকুক।

তিনি বলেন, আমি পাল্টা-পাল্টি অভিযোগ করতে চাই না। আমি বলছি না আমার দলের কেউ জড়িত, আবার বলবো না যে আমাদের কেউ জড়িত। আমি চাই এ ধরনের সহিংসতার সুষ্ঠু তদন্ত হোক।

আওয়ামী লীগ এই প্রার্থী বলেন, তাদের মিছিলে একাধিক মামলার আসামিদের অংশ নিতে দেখা যাচ্ছে। কিন্তু আসামিদেরকে নিয়ে সাধারণ মানুষের কাছেতো যাওয়া সম্ভব না।

তিনি বলেন, আমি জানি উনার (আফরোজা আব্বাস) জন্য এটা সহজ নির্বাচন নয়। উনি প্রথমবারের মত নির্বাচন করছেন, আমি সহযোগিতা করতে চাই।

ঢাকা-৯ আসনটি ঢাকা মেট্রপলিটন খিলগাঁও ও সবুজবাগ থানাধীন নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়ন ও মাণ্ডা ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.