আব্দুল মান্নানের ছেলের মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির শোক
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাবেক সাহিত্য সম্পাদক আব্দুল মান্নানের একমাত্র ছেলে মুশফিকুর তানভীর মান্নানের ইন্তেকাল।
তিনি ২২ এপ্রিল নিউইয়র্কের বাফালোর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
সাবেক সাহিত্য সম্পাদক আব্দুল মান্নানের ছেলের আকর্ষিক মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুম তানভীর মান্নানকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
এদিকে মরহুমের জানাজার নামাজ ২৪ এপ্রিল সোমবার বাদ যোহর বাফালোর জাকারিয়া মসজিদের অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।