আমেরিকায় বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ দিন ১৫ মে
নিউজবিডিইউএস:আমেরিকায় বাংলাদেশিদের জন্য ১৫ মে তারিখটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিনটিতে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি (প্রাথমিক বাছাই)। আমেরিকায় কোনো প্রবাসী বাংলাদেশির সর্বোচ্চ রাজনৈতিক পদপ্রাপ্তি নির্ধারিত হতে যাচ্ছে এ দিনটিতে। রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদের জন্য নির্বাচনী মাঠে ড. নিনা আহমেদ। বাংলাদেশি বংশোদ্ভূত এ নারীর দিকে নজর এখন শুধু পেনসিলভানিয়া নয়, সমস্ত আমেরিকার।
ভিন্ন ধাঁচের প্রার্থী হিসেবে আমেরিকার রাজনৈতিক আলোচনায় চলে এসেছেন নিনা আহমেদ। প্রাইমারি নির্বাচনে উতরে গেলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ার দ্বিতীয় ক্ষমতাধর পদটি একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানের হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত আমেরিকায় এটাই হতে পারে কোনো বাংলাদেশি-আমেরিকানের বড় অর্জন।
পেনসিলভানিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদের জন্য লড়ছেন পাঁচজন ডেমোক্র্যাট। তাঁদের একজন নির্বাচনে সঙ্গী হবেন ডেমোক্র্যাট দলের গভর্নর প্রার্থী বর্তমান গভর্নর টম উলফের। চারজন রিপাবলিকানও আছেন এ নির্বাচনী দৌড়ে।
প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবে কাজ করা ছাড়াও নিনা আহমেদ
প্রাইমারি নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, এর মধ্যে যুক্তরাষ্ট্রপ্রবাসীরা চেয়ে আছেন পেনসিলভানিয়ার দিকে। অন্য রাজ্যে বসবাসকারী প্রবাসীরা পেনসিলভানিয়ায় ফোন করছেন।