আর্জেন্টিনার ফুটবলারসহ বিমান নিখোঁজ
প্রিমিয়ার লিগ ফুটবলার আর্জেন্টিনার এমিলিয়ানো সালাকে নিয়ে একটি ছোট বিমান ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় নিখোঁজ হয়েছে। খবর বিবিসি
সোমবার রাতে ২৮ বছর বয়সী আর্জেন্টিনার স্টাইকার এমিলিয়ানো সালাসহ দুজনকে নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়। ফ্রান্সে শহরের নান্তে থেকে ইংল্যান্ডের কার্ডিফ সিটির দিকে পিপার মালিবো নামে বিমানটি ছেড়ে যায়।
ফ্রান্স পুলিশ জানায়, বিমানটি শনাক্ত করা যায়নি। তবে তার পরিবার বলছে, তিনি নিখোঁজ রয়েছেন।
পুলিশ আরও জানায়, বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি ২ হাজার ৩০০ ফিট উচ্চতায় ছিল। তবে এখন পর্যন্ত নিখোঁজ বিমানের খোঁজ পাওয়া যায়নি।