আ’লীগের প্রচারে একঝাঁক তারকা

663

ফেরদৌস-রিয়াজ-শাকিল ও রোকেয়া প্রাচীসহ একঝাঁক তারকা আওয়ামী লীগের প্রচারে কাজ করছেন। তারা সরকারের উন্নয়নের ডকুড্রামা, বিএনপির অগ্নি-সন্ত্রাসের ভিডিও, নৌকার পক্ষে ভোট চেয়ে গান সংবলিত একটি সিডি, টিভিসি এমন মোট চারটি সিডি তৈরিতে কাজ করছেন।

এগুলো মনোনয়নের তালিকা প্রকাশ হলে দলীয় প্রার্থীদের হাতে তুলে দেয়া হবে।

xmSCCXlAআসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের গঠিত প্রচার উপ কমিটির নিয়মিত বৈঠকে এসব তথ্য জানানো হয়। প্রচার কমিটির আহ্বায়ক ও দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আমাদের সাথে ইতোমধ্যে সমাজের বিশিষ্টজন ও অভিনয়শিল্পীরা যুক্ত হয়েছেন; যারা তাদের বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গত দশ বছরের সরকারের উন্নয়ন-অগ্রযাত্রার খবর জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন।

 তিনি জানান, সরকারের উন্নয়নের ডকুড্রামা, বিএনপির অগ্নি-সন্ত্রাসের ভিডিও, নৌকার পক্ষে ভোট চেয়ে গান সংবলিত একটি সিডি, টিভিসি এমন মোট চারটি সিডি আমরা প্রার্থী ঘোষণার পর সকল প্রার্থীর হাতে পৌঁছে দিব।

তিনি জানান, এছাড়াও নৌকার পক্ষে ভোট চেয়ে মিউজিক ভিডিও তৈরির কাজ চলছে যেখানে দেশের বিশিষ্টজন ও তারকা শিল্পীরা অংশ নিয়েছেন।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ও দলের প্রচার সম্পাদকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, রোকেয়া প্রাচী, শাকিল খানসহ নির্বাচন উপলক্ষে গঠিত প্রচার কমিটির নিয়মিত সদস্যবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.