আ’লীগের মনোনয়ন পেলেন আতিকুল

150
ঢাকা অফিস:ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়রপদে ব্যবসায়ী আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রার্থী ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামের সমর্থকরা।33880
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কোনো প্রার্থীর যোগ্যতা কম নয়। ১৮ জন থেকে একজন খুঁজে বের করা কঠিন। মনোনয়ন বোর্ডে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তানকে মনোনয়ন দেয়া হয়েছে।’
দুই নারীসহ মেয়রপদে মোট ১৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রাসেল আশেকী, সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মেয়ে জামাই ব্যবসায়ী আবেদ মনসুর, কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট মমতাজ হাসান মেহেদী, সাবেক এমপি মহিলা আওয়ামী লীগের নেত্রী আসমা জেরিন ঝুমু, মেজর (অব.) ইয়াদ আল ফকির, তেজগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হাসান, যুবলীগের সাবেক নেতা আবুল বাশার, তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তরের প্রধান উপদেষ্টা আদম তমিজি হক, মহিলা আওয়ামী লীগ রামপুরা থানার সহ-সভাপতি জাবিন সুলতানা কান্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবায়ের আলম, ব্যবসায়ী হেলালউদ্দিন হেলাল, মনিপুরী স্কুলের প্রিন্সিপাল ফরহাদ হোসেন ও অধ্যক্ষ শাহ আলম।
মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই ও পর্যালোচনা করতে বৈঠকে বসে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড। এতে  সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে ডিএনসিসিতে মেয়রপদে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া এই সিটিতে মূলত এই দুই প্রার্থীর মধ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.