আসামির সঙ্গে আঁতাত, দুদক পরিচালক বরখাস্ত

227

দুর্নীতি মামলার আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ ও তথ্য ফাঁস করার অভিযোগে দুদকের পরিচালক মো. ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Taslimul Dudokবরখাস্ত দুদক কর্মকর্তার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ

মঙ্গলবার বেলা ৩টার দিকে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফজলুল হক ঢাকার সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

বিকেলে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় ফজলুল হকের বিষয়টি জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘খারাপ কাজ করলে বহিষ্কার হতেই হবে। তিনি তো সদ্য পদোন্নতি পেয়েছেন, তারপরও মাফ করা হয়নি।’

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে জড়িত যারাই আমাদের নজরে আসবে, তাদের বহিষ্কার করা হবে।’

দুদক দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোনো তালিকা করছে কি না— এমন প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, ‘কোনো তালিকা করছি না। চলমান কাজে যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.