ইংরেজি ২০১৬ সালকে স্বাগত জানালো সমাজ কল্যাণ বাংলাদেশ মহিলা সমিতি

1,056

ফেরদৌসী আক্তার পলি, মিলানো, ইতালি

 

12463641_559893580832923_506539625_n

 

সমাজ কল্যাণ বাংলাদেশ মহিলা সমিতি নতুন বছরকে স্বাগত জানিয়ে এক বর্ষবরণ উৎসব করেছে, ইতালির মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে। সন্ধ্যা ৭ টায় সমিতির সভাপতি লিপি আলম এর সভাপতিত্বে এবং কার্যকরী কমিটির প্রথম সদস্য ফেরদৌসী পলির পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় সমিতির সদস্যরা নতুন বছরকে স্বাগত জানিয়ে বেশ কিছু কর্মসূচির ঘোষণা দেন। তার মধ্যে মহিলাদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং শিশুদের জন্য বাংলা স্কুল ২০১৬ সালের মার্চ মাসের ৭ তারিখ থেকে চালু হবে বলে ঘোষণা দেন। বক্তারা আরো বলেন, নারী ও শিশু কল্যাণে আমরা বদ্ধ পরিকর, দেশে এবং প্রবাসের মাটিতে আমরা নারীরা আজ পুরুষের পাশাপাশি ঘরে বাহিরে পরিবার এবং সমাজের কল্যাণে কাজ করে চলেছি, আমাদের এ যাত্রা অব্বাহত থাকবে।

 

12442817_559893604166254_520612449_n

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ইয়াসমিন আক্তার পুতুল, শিলা আক্তার, দিলরুবা জাহান, রুপা আক্তার, সামিরা আক্তার সহ আরো অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান লোম্বার্দিয়া আওয়ামিলিগ এর জয়েন সেক্রেটারি সরওয়ার আলম, যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার। অতিথি মন্ডলী তাদের বক্তব্যে নারীদের পাশে সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে সমাজের কল্যাণে কাজ করার ক্ষেত্রে সমাজ কল্যাণ বাংলাদেশ মহিলা সমিতির পাশে থাকবেন বলে প্রতিশ্রতি দেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বেক্তি বর্গ উপস্থিত থেকে মহিলা সমিতিকে শভেচ্ছা জানান। আলোচনা সভা শেষে কেক কেটে নতুন বছরকে স্বাগত জানান সমিতির নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.