আরিফ,ওয়াশিংটনডিসি:বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব আমেরিকা (বাই )এর বিজয় দিবস এর আয়োজনে আজীবন সদস্যপদ পেলেন পিপল এন টেক এর সিইও আবু বকর হানিপ এবং ফারহানা হানিপ ।গত সতের ডিসেম্বর ভারজিনিয়ায় এই অনুস্থানে ডঃ ফাইযুল ইসলাম,শফি দেলয়ার,রজিনা আক্তার,ওয়াহেদ হুসাইনি,ডঃ সুলতান আহামেদ,কাম্রুল খান প্রমুখ আজীবন সদস্যপদ পান।উক্ত অনুস্থানে পিপল এন টেক ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাই এর মাধ্যমে মেধাবি ছাত্রী আল শারকিয়া কে ৪০০০ ডলার মূল্যমানের ফুল স্কলারশিপ প্রদান করা হয় এবং পরবর্তী সময় এর জন্য বাই এর মাধ্যমে বাছাইকৃত আরও দুই জন মেধাবি ছাত্রকে আরও ৪০০০ ডলার স্কলারশিপ প্রদান করা হয় ।জনাব আবু বকর হানিপ জানান শুরু থেকে এই পর্যন্ত অনেক মেধাবি অসচ্ছল স্টুডেন্ট দের কে পিপল এন টেক সাহায্য করে যাচ্ছে যা ভবিষ্যতেও করবে।শিক্ষার মাধ্যমে পিপল এন টেক কমিনিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়।
বিজয় দিবস উপলক্ষে এই অনুস্থানে পরে নাটিকা,গান ও কবিতা পরিবেশিত হয় যা ছিল মুক্তিযুদ্ধের চেতনায় পরিপূর্ণ ।