ইতালিতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

140

ফেরদৌসী আক্তার পলি, ইতালি:
ইতালিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কেটে দিনটিকে উদযাপন করেছে। গত ২৮ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইতালির মিলান লম্বারদিয়া আওয়ামী যুবলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

47084663_575126156269349_7629893694925045760_n
সভার শুরুতে এক টেলি-কনফারেন্সে যুবলীগের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান, আওয়ামী যুবলীগ-এর কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন তসলিম, ইতালি কেন্দ্রীয় কমিটির আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম।

মিলান লম্বারদিয়া আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফি উদ্দিন এর পরিচালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান লম্বারদিয়া আওয়ামী যুবলীগ এর  যুগ্ন সাধারণ সম্পাদক  ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার, কার্যকরী পরিষদ এর সদস্য সালাহ উদ্দিন রিপন ও সিরাজুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন তানিম চৌধুরী, জসিম উদ্দিন, ওমর শেখ প্রমুখ।

47168267_341559163289224_9101081570474721280_n
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলাকে গড়তে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন আর তা বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী যুবলীগ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

বক্তারা সভা থেকে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে একে অপরকে খাইয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন দলীয় নেতা কর্মীরা।

অনুষ্ঠান এ মিলান আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.