ইতালিতে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ বাসীর আয়োজনে মতবিনিময় সভা
পলি,ইতালি: রবিবার সন্ধ্যা ৭ টায় ইতালির মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলানোতে বসবাসরত জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য বি এন পীর সাধারণ সম্পাদক কয়সর এম আহমদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন পত্র দেবার জোর দাবি জানানো হয় সভা থেকে। রুহিন আহমেদের সভাপতিত্বে এবং জায়েদ হাসান এর পরিচালনায় সভাটি শুরু হয়। পবিত্র কোরআন তেলোয়াত করেন মোস্তাকিম মিয়া। এ সময় বক্তব্য রাখেন শাহীন আহমেদ ,সিরাজুল ইসলাম আশিক ,ফয়েজ আহমেদ ,আমিনুল হক ,জিয়াউর রহমান জিয়া ,মাহবুব কামাল জানান ,সাজিদুর রহমান সহ আরো অনেকে। বক্তারা কয়সর আহমেদ এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বি এন পীর চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন সুনামগঞ্জের উন্নয়নে এবং দলের কল্যানে কয়সর আহমদ ই একমাত্র যোগ্য প্রার্থী। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিলানোতে বসবাসকারী বৃহত্তর সুনামগঞ্জ ৩ আসনের রাজনৈতিক ,সামাজিক ,সমিতি সংগঠন এর ব্যক্তিবর্গ।