ইতালিতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন
ফেরদৌসী আক্তার পলি, ইতালি
ঐতিহাসিক ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা করেছে ইতালির বলোনিয়া বিএনপি। গত ২৪ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় ইতালির বলোনিয়া শহরের স্থানীয় একটি হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলোয়াত করেন জালাল উদ্দিন।
বিপ্লব ও সংহতি দিবসে বলোনিয়া বিএনপির নেতৃবৃন্দকে এক টেলি-কনফারেন্সে শুভেচ্ছা জানান সাবেক পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী।
তিনি বলেন, প্রবাসের মাটিতে ৭ নভেম্বর দিনটিকে সাফল্য মন্ডিত করায় ধন্যবাদ। আমরা আশা করবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারে সকলকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করবেন।
বলোনিয়া বিএনপির সভাপতি মনোয়ার মোর্শেদ মাহিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিংকু খান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বলোনিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, সাবেক সদস্য সচিব আকরাম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক বারেক খান।
এ সময় আরও বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান, আলী ইউনুস, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন সহ আরো অনেকে। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে, বলেন জিয়াউর রহমান এর আগমনে সেইদিন বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছিল প্রাণ চাঞ্চল্য, আজ বাংলাদেশে গণতন্ত্র নেই আবারও বিপ্লবী শক্তিতে জিয়ার আদর্শে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আলোচনা সভায় বলোনিয়া বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন