ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ফেরদৌসী আক্তার পলি,ইতালিঃকুমিল্লার শ্যামল মায়া মেঘনা উদাস কণ্ঠে তার মনিহার গোমতী তিতাস ,বৃহত্তর কুমিল্লা সমিতি তাদের সামাজিক বিনোদনমূলক কাজের ধারাবাহিকতায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৮ উদযাপন করলো। গত মঙ্গলবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে বৃহত্তর কুমিল্লা সমিতির আহবায়ক কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০১৮ অনুষ্ঠিত হয়। সংগঠন এর প্রধান আহবায়ক হাসিব আলম সেলিম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জামাল আহমেদ এর পরিচালনায় এক সংক্ষিপ্ত শুভেচ্ছা সভায় অতিথিমন্ডলীকে স্বাগত ও শুভেচ্ছা জানান যুগ্ন আহবায়ক হাবিল খান ,আরিফুল ইসলাম রিপন ,ফেরদৌসী পলি ,মোবারক হোসেন ,তাপস সিংহ ,রোকন উদ্দিন ,মোহাম্মদ আলী শানু ,মাহবুবুর রহমান মাসুদ ও শান্ত আহমেদ।সংগঠন এর পক্ষ থেকে জানানো হয় বৃহত্তর কুমিল্লা সমিতি সর্বদা দেশে ও বিদেশে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যানেই কাজ করবে।আগামীদিনে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বর্ধিত সভায় মিলানোতে বসবাসরত কুমিল্লাবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে মিলান বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সমিতি সংগঠন এর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং রাত অবধি অনুষ্ঠানটি দারুন উপভোগ করেন।এই আয়োজনে ছিল মজার মজার খেলা ,রেফেল ড্র, পুরষ্কার বিতরণ ও নৈশভোজের ব্যাবস্থা। সংক্ষিপ্ত সভা শেষে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে অনুষ্ঠানে আগত অতিথিমন্ডলীকে নিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতির আহ্বায়কমন্ডলী ও সকল সদস্যবৃন্দ কেক কেটে একে অপরকে খাইয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন।