ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল
ফেরদৌসী আক্তার পলি ,ইতালি:গত রবিবার আঠারো রমজানে , মিলানোতে বসবাসরত রোজাদারদের সম্মানে ,মিলান কেন্দ্রীয় জামে মসজিদে, বৃহত্তর ঢাকা সমিতি এই ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করে । ইফতারের পূর্বে পবিত্র কোরআন ও হাদিস এর আলোকে রোজার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বয়ান করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম জুনায়েদ সোবহান । মিলানো বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সমিতি ,সংগঠনের নেতৃবৃন্দ এই মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন এবং ইফতারে শরিক হন। বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আনোয়ার ব্যাপারী এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ও শফি উদ্দিন এর যৌথ পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শাফায়েত হোসেন শাহীন ,আইয়ুব আলী , চঞ্চল রহমান ,মনজুর হোসেন সাগর ,কাইয়ুম মোল্লা ,শেখ সাইদ ,হারুন মাহমুদ সহ আরো অনেকে। সমিতির সভাপতি তার বক্তব্যে বলেন সিয়াম সাধনার রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বময় ও তাৎপর্যপূর্ণ , তিনি সবাইকে রমজানুল মোবারকবাদ জানান এবং আগামীতে আবারো একসাথে ইফতার এর আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বৃহত্তর ঢাকা সমিতির এই আয়োজনে মিলানোতে বসবাসরত অনেক বিদেশী বিভিন্ন দেশের মুসুল্লিরাও অংশগ্রহণ করেন।