ইতালির আওয়ামীলীগ বলোনিয়া শাখার আয়োজনে পালিত হয়েছে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ট সন্তান ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী…

269

ফেরদৌসী আক্তার পলি ,মিলান, ইতালিঃ ১৫ ই আগস্ট সোমবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বলোনিয়া শহরের স্থানীয় একটি হলে এক শোক সভা ও মিলাদ মাহফিল করেছে বলোনিয়া শাখা আওয়ামীলীগ,পবিত্র কোরান তেলোয়াত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন এর মধ্য দিয়ে সভাটি শুরু হয়।

14009890_1072558592781091_1888570639_n

 

ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আশরাফ শেখ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান হাওলাদার ,আবু সায়েম টিটু ,বিপ্লব হাওলাদার ,আহাম্মেদ রাজু বাবুল ,ফয়সাল আহাম্মেদ ,নিয়ামত শিকদার ,কালাম বেপারী ,আমির খান ,হেন্ড্রি দি কস্তা ,হাকিম খলিফা ,আমিনুল ইসলাম নান্নু সহ আরো অনেকে।

14011910_1072558536114430_1732775050_n

 

বক্তারা বলেন বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ট সন্তান শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ কে পেতাম না ,তিনি আছেন ,বেঁচে থাকবেন যুগ যুগান্তরে মানুষের অন্তরে ,বক্তারা আরো বলেন তার কন্যা গণমানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আদর্শে আজ সোনার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন মানুষের কল্যানে।

 

আলোচনা সভা শেষে বঙ্গ বনধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.