ইতালির গাল্লারাতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে শোক রেলি ও পুস্পস্তবক অর্পণ।

293

প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বাংলাদেশে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকান্ডে নিহতদের স্মরণে পালিত হয়েছে এক শোক র‍্যালি ও পুস্পস্তবক অর্পণ।

13706138_1054226547947629_651182255_n 13734562_1054226554614295_839577129_n

শনিবার সন্ধ্যা ৬ টায় গাল্লারাতে স্টেশন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পেরিয়ে পিয়াসসা লিবেরতায় গিয়ে শোক র‍্যালিটি শেষ হয় , গাল্লারাতে বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট নূর মোহাম্মদ মালেক শোক র‍্যালিটির নেতৃত্ব দেন , উপস্থিত ছিলেন পপ ডন ইভান, শোক অনুষ্ঠানে গাল্লারাতে সিটি মেয়র ,জেলা প্রশাসক ও পুলিশ সুপার সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন ,এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম ,আরিফ বেপারী ,ফিরোজ গাজী ,মিজান হাওলাদার ,কাইয়ুম সর্দার, তুষার আহমেদ ,রেজাউল হাওলাদার ,দীপক পাল ,রাজু সর্দার ,কাইয়ুম হাওলাদার সহ আরো অনেকে, বক্তারা বলেন সন্ত্রাসীদের কোনো দল নেই ,এরা সমাজের শত্রু,এ সময় দল মত নির্বিশেষে প্রতিটি মানুষই ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার বেক্ত করেন, শোক রেলিতে প্রচুর প্রবাসী বাংলাদেশি নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়,ছোট ছোট শিশুদের হাতে ছিল শোক বার্তা লিখিত প্লেকার্ড ,শোক রেলিতে শুধু বাংলাদেশি নয় অনেক বিদেশি সহ ইতালিয়ানরাও একত্রিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড বেনার ফেস্টুন হাতে প্রতিবাদ জানাতে দেখা গেছে ,সভা শেষে বাংলাদেশে ঘটে যাওয়া এ নৃশংস হত্যাকাণ্ডে নিহত ৯ জন ইতালিয়ান নাগরিকের স্মরণে অস্থায়ী সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের জনগণ,

বিভিন্ন সংগঠন ,সমিতি ,রাজনৈতিক সামাজিক সর্বস্তরের সাধারণ জনগণ শোক র‍্যালিতে অংশগ্রহণ করে সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন।

ফেরদৌসী আক্তার পলি, মিলান ইতালি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.