ইতালির ভারেজ প্রভিন্সে আওয়ামীলীগের নির্বাচনের নমিনেশন পত্র দাখিলের দিন শেষ

230
 ফেরদৌসী আক্তার পলি , ইতালি :     গত রবিবার ২৩ এপ্রিল ইতালির ভারেজ প্রভিন্স এর গাল্লারাতে, স্থানীয় একটি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ টা  থেকে রাত ৯ টা  পর্যন্ত প্রার্থীদের কাছ থেকে নমিনেশন পত্র জমা নেয়া হয়। received_800612296761049ফরম জমা নেন  নির্বাচন কমিশনার এইচ ,এম শরীফুল ইসলাম তারা  ,নির্বাচন কমিশনার হাজি শাহ আলম , নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ মালেক , নির্বাচন কমিশনার ডাক্তার আব্দুল বারেক ও নির্বাচন কমিশনার  তৈয়বুল মিয়া। মোট ৪ টি পদ  সভাপতি ,সিনিয়র সহ সভাপতি ,সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা নমিনেশন পত্র জমা দেন।received_800612363427709 সভাপতি পদে সিরাজুল ইসলাম হাওলাদার ও সুলতান শিকদার নমিনেশন পত্র দাখিল করেন এবং তাদের স্ব  স্ব  নির্বাচনী প্রতিশ্রতি ব্যক্ত করেন ,আগামী ৩০ এপ্রিল নির্বাচন কে সামনে রেখে বর্তমানে ভারেজ প্রভিন্স এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। রাত ৯ টায় নমিনেশন পত্র দাখিল এর শেষ সময় অতিবাহিত হবার পরে প্রধান নির্বাচন কমিশনার শরিফুল ইসলাম তারা প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দিয়ে আগামী ৩০ এপ্রিল ২০১৭ ভারেজ প্রভিন্স বাংলাদেশ আওয়ামীলীগ এর নির্বাচনকে সফল করার আহবান জানান ৷

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.