ইতালির ভারেজ প্রভিন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদযাপন করলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭১ তম জন্ম বার্ষিকী…
ফেরদৌসী আক্তার পলি মিলানো ,ইতালিঃ ১৫ ই আগস্ট সোমবার বি এন পি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ভারেজ প্রভিন্স এর স্থানীয় একটি হলে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক গ্রিল পার্টি ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপি আনন্দ উৎসবে দিনটিকে পালন করেছে।
কেক কাটার পূর্বক্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আকন্দ এক টেলি কনফারেন্স এ ভারেজ প্রভিন্স বি এন পি কে সংগ্রামী শুভেচ্ছা সহ ধন্যবাদ জানান।
সংক্ষিপ্ত আলোচনা সভায় ভারেজ প্রভিন্স বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম মালেক এর পরিচালনায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন হাজি চুন্নু ,এনামুল হক রিপন ,গোলাম কিবরিয়া ,ফয়সাল আহমেদ অপু ,আকবর হাওলাদার ,আলমাস রনি , রফিকুল ইসলাম ,দিপু শিকদার সহ আরো অনেকে বক্তারা খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায় কামনা করেন এবং আগামীদিনে তার হাতকে শক্তি শালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।