ইতালির ভারেজ প্রভিন্স বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে…!!!
ফেরদৌসী আক্তার পলি মিলান,ইতালি।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইতালির ভারেজ প্রভিন্স বিএনপি।
রবিবার সন্ধ্যা ৭ টায় ভারেজ প্রভিন্স এর স্থানীয় একটি রেস্টুরেন্টে ভারেজ প্রভিন্স বিএনপীর আয়োজনে পালিত হয়েছে উক্ত প্রতিবাদ সভা, রফিক উল্লাহ মোল্লার পবিত্র কোরান তেলোয়াতের মধ্য দিয়ে সভাটি শুরু হয়, ভারেজ প্রভিন্স বিএনপীর সভাপতি মিজানুর রহমান হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম মালেক এর পরিচালনায় এসময় প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা হাজি সায়িদ চুন্নু ,আক্তার খা ,জাহিদুল ইসলাম রাজন ,আকবর হাওলাদার ,খোরশেদ আলম ,দিপু শিকদার ,ফয়সাল আহমেদ অপু ,শাহিনা আক্তার,সহ আরো অনেকে ,বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার অবৈধ রায় প্রত্যাহার করার দাবি জানান, এসময় বক্তারা বর্তমান আওয়ামী সরকারকে হুশিয়ার উচ্চারণ করে বলেন অবিলম্বে মামলার রায় প্রত্যাহার না করা হলে পুরো ইউরোপ থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।