ইতালির মিলানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মদিন পালিত
ফেরদৌসী আক্তার পলি, ইতালিঃ গত রবিবার ১৯ মার্চ বিকাল ৫ টায় ইতালির মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান লম্বারদিয়া বাংলাদেশ আওয়ামীলীগ এর আয়োজনে এক আনন্দ ঘন পরিবেশে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস পালন করা হয় ।
ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুন কবির জামান এর পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সারোয়ার হোসেন মোল্লা ,লুৎফর রহমান ,তুহিন মাহমুদ ,আরফান শিকদার ,খান রিপন ,মিজানুর গৌড়া ,সরোয়ার হোসেন ,খান মামুন ,এনায়েত হাওলাদার ,দেলোয়ার হোসেন মোল্লা সহ আরো অনেকে। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর জীবন আদর্শের কথা তুলে ধরেন এবং তার স্বপ্নের সোনার বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে ,তার সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অঙ্গীকার করেন। সভা শেষে কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখা হয় । অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ ,যুবলীগ ,পেশাজীবীলীগ ,শ্রমিক লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।