ইতালির মিলানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফেরদৌসী আক্তার পলি ,মিলান ,ইতালি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে দিনটিকে উদযাপন করেছে ইতালির মিলান লম্বারদিয়া যুবলীগ । গত ২০ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে পবিত্র কোরান তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে মিলান লম্বারদিয়া আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভাটি শুরু হয় ।
সভার শুরুতে এক টেলি কনফারেন্সে ইতালি কেন্দ্রীয় কমিটির আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার যুবলীগের নেতা কর্মীদের শুভেচ্ছা জানান। মিলান লম্বারদিয়া যুবলীগের সভাপতি খান মামুন এর সভাপতিত্বে এবং সিরাজুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান লম্বারদিয়া আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী নেছার উদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান লম্বারদিয়া আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক সরওয়ার হোসেন মোল্লা , মিলান লম্বারদিয়া আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রফমান ,মিলান লম্বারদিয়া আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আরফান শিকদার ,মিলান লম্বারদিয়া আওয়ামীলীগ এর মহিলা সম্পাদিকা আসমা হোসাইন ,আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মিলান লম্বারদিয়া আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার , সহ সভাপতি রুহুল আমিন ,সাংগঠনিক সম্পাদক রাজু মিয়া ,অর্থ সম্পাদক ,হেলাল হাওলাদার ,সালাহ উদ্দিন রিপন ,হাকিম ইব্রাহিম সহ আরো অনেকে বক্তারা বলেন,“ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর সোনার বাংলাকে গড়তে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন আর তা বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী যুবলীগ সর্বদা অঙ্গীকারবদ্ধ” , আলোচনা সভা শেষে কেক কেটে একে অপরকে খাইয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন দলীয় নেতা কর্মীরা। অনুষ্ঠান আওয়ামীলীগ ,যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।