ইতালির মিলানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আয়োজনে ইসলাম নামধারী সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক মানব বন্ধন ও শোক শোভা পালিত হয়েছে

389

13664470_1050423128327971_705669506_n

রবিবার বিকাল ৪ টায় মিলানো শহরের দমো সিন্দাকো অফিস পালাস্য মারিনো এর সামনে এই মানব বন্ধন ও শোক সভা অনুষ্ঠিত হয়, বিকাল ৪.৩০ এ ইতালির মিলানো মেট্রোপলিটানা প্রেসিডেন্ট ও কাউন্সিলর ফিলোপ্পো বেরবেরিস অনুষ্ঠানে এসে বাংলাদেশিদের সাথে একমত পোষণ করেন মিলান বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসাইন এর পরিচালনায় শোক সভায় সংক্ষিপ্ত আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ ,যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান ,বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক রবিন শিকদার ,বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি রফিক দেওয়ান সহ আরো অনেকে…. বক্তারা বলেন সন্ত্রাসীদের কোনো দল নেই ,এরা সমাজের শত্রু,এ সময় দল মত নির্বিশেষে প্রতিটি মানুষই ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার বেক্ত করেন ,সভা শেষে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বাংলাদেশে হোটেল আর্টিজান এ ইসলাম নামধারী সন্ত্রাসীদের হামলায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত ৯ জন ইতালিয়ান নাগরিকের স্মরণে অস্থায়ী সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের জনগণ, বিভিন্ন সংগঠন ,সমিতি ,রাজনৈতিক সামাজিক সর্বস্তরের সাধারণ জনগণ মানববন্ধন ও শোক সভায় অংশগ্রহণ করে সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন।

 

তথ্য – ফেরদৌসী আক্তার পলি, মিলান ইতালি ।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.