ইতালির মিলানে বৃহত্তর কুমিল্লা সমিতির দোয়া ও ইফতার মাহফিল
ফেরদৌসী আক্তার পলি,ইতালি:গত শুক্রবার ষোল রমজানে , মিলানোতে বসবাসরত রোজাদারদের সম্মানে ,মিলান সেন্ট্রাল মসজিদে, বৃহত্তর কুমিল্লা সমিতি এই ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করে । ইফতারের পূর্বে পবিত্র কোরআন ও হাদিস এর আলোকে রোজার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বয়ান করেন মিলান সেন্ট্রাল মসজিদের ঈমাম । প্রতি বছর এর মতো ইফতার মাহফিলে মহিলাদের অংশগ্রহণের জন্য, এ বছরেও মসজিদে বিশেষ ব্যবস্থা করেছে বৃহত্তর কুমিল্লা সমিতি । মিলানো বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সমিতি ,সংগঠনের নেতৃবৃন্দ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন এবং ইফতারে শরিক হন। বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ শিপন এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শাহ আলম ,হাবিল খান ,হাসিব আলম সেলিম ,জামাল আহমেদ ,আব্দুল খালেক রিন্টু ,নওশাদ আহমেদ ,ফেরদৌসী আক্তার ,মোহাম্মদ আলম সহ আরো অনেকে। সমিতির সাধারণ সম্পাদক হানিফ শিপন তার বক্তব্যে বলেন সিয়াম সাধনার রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বময় ও তাৎপর্যপূর্ণ , তিনি সবাইকে রমজানুল মোবারকবাদ জানান এবং আগামীতে আবারো একসাথে ইফতার এর আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বৃহত্তর কুমিল্লা সমিতির এই আয়োজনে মিলানোতে বসবাসরত অনেক বিদেশী বিভিন্ন দেশের মুসুল্লিরাও অংশগ্রহণ করেন।