ইতালির মিলানোতে অনুষ্ঠিত হলো বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন এর বর্ষপূর্তি আলোচনা ও প্রীতিভোজ
ফেরদৌসী আক্তার পলি, মিলানো, ইতালি:
কুমিল্লার শ্যামল মায়া মেঘনা উদাস কন্ঠে তার মনিহার গোমতি তিতাস,এই প্রিয় চরণ কুমিল্লাবাসির। বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নৌশাদ ও কোষাদক্ষ মহিব উল্লাহ এর পরিচালনায় আলোচনা সভাটি পবিত্র কোরান তেলওয়াত এর মাধ্যমে শুরু হয়। বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন এর কমিটির মেয়াদ ফেব্রুয়ারী মাসে উত্তীর্ণ হবার প্রাক্কালে বর্ষপূর্তি আলোচনা সভায় কমিটির সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের আব্দুল খালেক রিন্টু,জামাল আহমেদ,রফিকুল ইসলাম দেওয়ান,ফেরদৌসী আক্তার পলি,হাসিবুল আলম সেলিম,বাসার সরকার,হারুন উর রশিদ সহ আরো অনেক। বক্তারা ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতির মাধ্যমে দেশে এবং প্রবাসে সমাজের কল্যাণ মূলক কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা আরো বলেন কুমিল্লা শালবন বিহার,খাদি কাপড় এর জন্য যেমন বিখ্যাত তেমনি অনেক গুনি ব্যক্তিদের জন্মস্থান আমাদের কুমিল্লায়। সংগঠনের সকল সদস্য বৃন্দ মিলানোতে বৃহত্তর কুমিল্লা সমিতিকে আরো এগিয়ে নিয়ে যেতে সামনে একটি সুন্দর,সুষ্ঠু সম্মেলনের মাধ্যমে কমিটি করার ঐক্যমত পোষণ করেন। সভা শেষে প্রীতিভোজে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।