ইতালির মিলানোতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আয়োজনে বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত
ফেরদৌসী আক্তার পলি, ইতালি
ইতালি মিলানোর স্থানীয় পালাস্সো মারিনো হলরুমে শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই সম্মেলন চলে। মিলানো লম্বার্দিয়া কাউনসিলর চিত্তা দেল মন্দ আব্দুল্লাল মামুন এর সভাপতিত্বে এবং মিলানো বাংলাদেশ কমিউনিটির হোসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় সম্মেলনে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ কে বাংলাদেশ কমিউনিটির মাহিদুর রহমান। সম্মেলনে বর্তমানে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই প্রেক্ষাপটে একটি ৪৫ মিনিট এর ডকুমেন্টারী দেখানো হয় এবং এ সময় সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউ কে থেকে আগত এম এ মালেক, ব্যারিষ্টার আবু সায়েম, ইউ কে নিউহ্যাম কাউনসিলর আয়েশা চৌধুরী, ইতালি কমিউনিটির তাইফুর রহমান ছোটন, নাসির উদ্দিন খন্দকার।
সম্মেলন শেষে প্রধান অতিথি মহিদুর রহমান তার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ইউরোপিয়ান মানবাধিকার সংস্থার সহায়তা কামনা করে বলেন বর্তমানে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা থেকে একমাত্র পরিত্রানের উপায় বর্তমান অওয়ামি সরকারকে খুব শীঘ্রই ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া। সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালি, বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, আলবানিয়াসহ বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ।