ইতালির মিলানোতে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা
ফেরদৌসী আক্তার পলি , ইতালি:
সমাজের অন্যায় অবিচার অশুভ ও অশুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষে প্রবাসে বসেও প্রতি বছর এ পূজা পালন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা । ইতালির মিলানো শহরের স্থানীয় একটি হলে অস্থায়ী পূজামণ্ডপ করে বাংলা কালচারাল এসোসিয়েশন ,মিলান ইতালির আয়োজনে উদযাপিত হল হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব , দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার মিলানো শহরের ভিয়া টেলিও হল রুম পূজামণ্ডপে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মহানবমীর দিনে পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন মিলানো কনসাল জেনারেল রেজিনা আহমেদ , উপস্থিত ছিলেন ভাইস কনসাল রফিকুল ইসলাম । বাংলা কালচারাল এসোসিয়েশন এর পক্ষ থেকে অতিথি মন্ডলীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পূজায় আগত প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভাপতি স্বপন দে ,সাধারণ সম্পাদক রতন চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কর। সভাপতি স্বপন দে তার বক্তব্যে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান এবং বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন দেশের মতো প্রতি বছরেই এই পূজার আয়োজন করা হয় সংগঠন এর পক্ষ থেকে আগামী বছর আরো ব্যাপক আকারে পূজা মণ্ডপ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি ,পূজার সার্বিক সহযোগিতায় ছিলেন অধীর দে ,তুলিপ দে ,দিলীপ সরকার ,শৈবাল কর ,সঞ্জয় দে ,প্রবীর রায় সহ আরো অনেকে।পূজামণ্ডপে বাঙালি হিন্দু ছাড়াও বিভিন্ন বিদেশিদের ও কীর্তন ও পূজা অর্চনায় অংশগ্রহণ করতে দেখা যায়।