ইতালির মিলানোতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের পারস্পরিক সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হয়।

342

ফেরদৌসী আক্তার পলি ,মিলানো ,ইতালিঃ_মঙ্গলবার ২৬ জুলাই ইতালির মিলানো শহরের স্থানীয় মমিজি চাইনিজ রেস্টুরেন্টে রাত ৯ টায় মিলানো বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের সম্মেলন ঘটে।

13866723_1059509477419336_481128132_n

মিলানো এন টি ভির প্রতিনিধি সাংবাদিক ফেরদৌসী আক্তার পলির তত্ত্বাবধানে ও পরিচালনায় পুরো অনুষ্ঠানটি উদযাপিত হয়, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ,আর ,এ,আলিমেন্টারি ও ইউরো মন্দো গ্রূপ মাল্টিসার্ভিস। পবিত্র কোরান তেলোয়াতের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলানো বাংলাদেশী কমিউনিটির আব্দুল্লাহ আল মামুন ,মনির হোসাইন ,হারুন উর রশিদ, সালাউদ্দিন ভূঁইয়া ,রুহিন আহমেদ ,রফিকুল ইসলাম দেওয়ান ,রবিন শিকদার ,সৈয়দ মহসিন মিলন ,লিপি আলম সহ আরো অনেকে, বক্তারা এ সময় বলেন ,মিলানোতে যত সমিতি সংগঠন নিয়ে আমরা কাজ করি না কেন আমাদের লক্ষ্য কিন্তু একটাই সমাজের মানুষের কল্যাণ করা , আয়োজক ফেরদৌসী পলি তার বক্তব্যে বলেন এই ধরণের আয়োজনে, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হয় এবং আগামীতে আরো কল্যানমুলক কাজ করতে আমাদের মধ্যে স্পৃহা যোগায় ,অনুষ্ঠানে মিলানো বাংলাদেশ আওয়ামীলীগ ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বৃহত্তর ঢাকা সমিতি ,বৃহত্তর কুমিল্লা সমিতি ,বৃহত্তর নোয়াখালী সমিতি,বৃহত্তর সিলেট সমিতি ,রাজৈর উপজেলা কল্যাণ সমিতি ,সমাজকল্লান বাংলাদেশ মহিলা সমিতি ,দিরাই সমিতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন , বক্তব্য শেষে কেক কেটে একে অপরকে খাইয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন , পরে এক নৈশভোজে সকলে অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.