ইতালির মিলানোতে রাজৈর উপজেলা কল্যাণ সমিতির বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
ফেরদৌসী আক্তার পলি, ইতালি
রাজৈর উপজেলা কল্যাণ সমিতির বার্ষিকী সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছে মিলানো প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। ইতালির মিলানো শহরে রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে বিকাল ৫টায় আয়োজিত সম্মেলনে প্রথম পর্বের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সানওয়ার হোসেন শানু।
যৌথ পরিচালনায় ছিলেন এনামুল হক রাজু ও সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল বেপারী। সম্মেলনে বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সভাপতি মিজান হাউলাদার,সাধারণ সম্পাদক রুহুল আমিন হাউলাদার,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিয়া, প্রচার সম্পাদক হেলাল হাউলাদার।
নব নির্বাচিত কমিটি জানান আগামীতে রাজৈর এর উন্নয়নে সকলকে নিয়ে একসাথে কাজ করে যাবে এবং মিলানোতে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন তাদের প্রতিটি অনুষ্ঠান সতন্ত্র ভাবে করতে পারে সেইজন্য একটি বাংলাদেশী কমিউনিটির জন্য অতি শীঘ্রই সতন্ত্র হলের ব্যবস্থা করার ঘোষণা দেন। দ্বিতীয় পর্বে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিরা সোহাগ এমিলি সাহা,সুলতানা খান,সোহান এর গানের মুর্ছনায় আর জেসিকার নৃত্যের তালে তালে দর্শক দারুন উপভোগ করেছেন।
নিউজবিডিইউএস/বান্না/জানুয়ারী ১৪, ২০১৬ ইং