ইতালির মিলানো প্রবাসী বাংলাদেশিদের বনভোজন ও ঈদ পুনর্মিলনীঃ-
ফেরদৌসী আক্তার পলি ,ইতালি, মিলানো_
বৃহস্পতিবার ১৪ জুলাই মিলানো শহরের স্থানীয় পাদোভা পার্কে এই আয়োজন করা হয়,
প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই আয়োজন চলে ,অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ,কায়ুম মোল্লা , আবদুল্লা মোল্লা , আলী আহমেদ সহ আরো অনেকে , অনুষ্ঠানের আয়োজকরা বলেন এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে জন্ম নেয়া শিশুদের মাঝে নিজেদের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা দেয়া সম্ভব হয়।