ইতালির মিলানো বাংলাদেশ কমিউনিটির আয়োজনে বাংলাদেশে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকান্ডে নিহতদের স্মরণে পালিত হয়েছে এক শোক রেলি ও পুস্পস্তবক অর্পণ_

327

13652623_1050423378327946_1016740656_n

13649616_1050423388327945_735358387_n

রবিবার বিকাল ৪ টায় পরতা ভেনেজিয়া থেকে শুরু হয়ে সান বাবিলায় এসে শোক রেলিটি শেষ হয় , মিলানো বাংলাদেশ কনসুলেট জেনারেল রেজিনা আহমেদ শোক রেলিটির নেতৃত্ব দেন ,উপস্থিত ছিলেন ভাইস কনসাল নাফিসা মনসুর , অনুষ্ঠানে ইউ এস এ কনসুলেট জেনারেল ও ইতালি মিলানো ডেপুটি মেয়র উপস্থিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন ,মিলানো বাংলাদেশ আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুন কবির জামান এর পরিচালনায় এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন হানিফ শিপন ,জামিল আহমেদ ,মামুন খান সহ আরো অনেকে বক্তারা বলেন সন্ত্রাসীদের কোনো দল নেই ,এরা সমাজের শত্রু,এ সময় দল মত নির্বিশেষে প্রতিটি মানুষই ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার বেক্ত করেন ,সভা শেষে বাংলাদেশে ঘটে যাওয়া এ নৃশংস হত্যাকাণ্ডে নিহত ৯ জন ইতালিয়ান নাগরিকের স্মরণে অস্থায়ী সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের জনগণ, বিভিন্ন সংগঠন ,সমিতি ,রাজনৈতিক সামাজিক সর্বস্তরের সাধারণ জনগণ শোক রেলিতে অংশগ্রহণ করে সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন।

তথ্য – ফেরদৌসী আক্তার পলি, মিলান ইতালি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.