ইতালির মিলানো বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত …

229

ফেরদৌসী আক্তার পলি ,মিলানো ,ইতালিঃ রবিবার বিকাল ৫ টায় ,মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহের উদ্দেশ্যে মিলানো শহরের পাদোভা জোনে শহীদ জিয়ার চেতনায় বিশ্বাসী কর্মীদের  সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

13957037_1066576030046014_332428337_n

মিলান বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি রাকিব আহম্মেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান ,উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া ,আবুল কালাম আজাদ ,হাসিব আলম সেলিম ,রিমন মোল্লা সহ আরো অনেকে।

13988773_1066576010046016_1115704920_n

সভা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আন্তজাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মাহিদুর রহমান মুহিতকে পুনরায় নির্বাচিত করায় এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন খোকন কে নির্বাচিত করায় মিষ্টি মুখ করেছে সভায় উপস্থিত বি এন পি নেতা কর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.