ইতালির মিলানো শহরের পাদোভা বাসীর মিলন মেলা অনুষ্ঠিত
ফেরদৌসী আক্তার পলি , ইতালি: গত রবিবার দুপুর ৩ টায় মিলানো শহরের স্থানীয় পাদোভা পার্কে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। বিভিন্ন খেলাধুলা ,রেফেল ড্র আর দেশীয় ঐতিহ্যে বিভিন্ন পিঠার আয়োজনে ,আগত অতিথিরা দিনটিকে দারুন উপভোগ করেছে। এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলা নতুন বছর এর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক রুপা আক্তার ,ফেরদৌসী পলি ,সামিরা বাচ্চু ,সুইটি আক্তার সহ আরো অনেকে। বক্তারা বলেন প্রবাসের মাটিতে এই ধরণের অনুষ্ঠান সকলের মধ্যে ভাতৃত্ব বন্ধন এর সৃষ্টি করে এবং প্রবাসে জন্ম নেয়া শিশুদের মাঝে নিজেদের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা জাগ্রত করে।