ইতালির মিলান দিরাই সমাজ কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো বনভোজন ২০১৬

223

ফেরদৌসী আক্তার পলি ,মিলান ,ইতালিঃ গত সোমবার ৮ আগস্ট সকাল ৮ টায় ইতালির মিলানো থেকে সংগঠনটি যাত্রা করে ইতালির জেনোভা শহরে , প্রকৃতির অপূর্ব সৌন্দর্যময়  সমুদ্র পাহাড় ঘেরা জেনোভা তে , দিরাই সমাজ কল্যাণ সমিতি এই বন ভোজনের আয়োজন করে,

13989533_1067644756605808_392193904_n

যাত্রার প্রাক্কালে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শিপলু চৌধরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন রিপন এর পরিচালনায় সংক্ষিপ্ত শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ,সংগঠনের পাভেল মিয়া , শোয়েব আহমেদ,জাবেদুর রহমান ,সোহাগ খান।

অতিথিদের মধ্যে শুভেচ্ছা জানান তারা মিয়া ,জিয়াউল মিয়া ,মাহাবুব কামাল সহ আরো অনেকে ,দিনব্যাপি এই আনন্দ বন ভোজনে বিভিন্ন খেলাধুলা ,রেফেল ড্র ,গানের আসর ছিল ,সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তাদের সংগঠন সামাজিক বিভিন্ন কাজ করে থাকে প্রবাসীদের কল্যানে এবং এই ধরণের আনন্দ ভ্রমণে প্রবাসে শত কর্ম বেস্ততায় সমস্ত ক্লান্তি মুছে নিজেদের মধ্যে ভাতৃত্ব বন্ধনের সৃষ্টি করে এবং আগামীতে আরো বড় পরিসরে মিলানো প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বনভোজন করার আশাবাদ ব্যাক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.