ইতালির মিলান বি এন পি সহ সভাপতির ক্ষোভ ও নিন্দা

247

ফেরদৌসী আক্তার পলিঃ সভাপতি শাহীন মাহমুদ এর তথ্যের ভিত্তিতে শাহীন মাহমুদ জানান ,ইতালির মিলান বি এন পিতে বর্তমানে চলছে ক্ষমতার লড়াই ,পদের লোভ , পেশী শক্তি ,,৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গত ১৩ নভেম্বর রবিবার মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে, মিলান বি এন পীর আয়োজনে আলোচনা সভায়, বক্তব্যের সময় কোনো প্রটোকল ঠিক রাখা হয়নি , তিনি আরো বলেন ,অনুষ্ঠানে মঞ্চে উঠানো নিয়েও ছিল বিতর্ক , প্রায় এক বছর অতিক্রম হতে চলেছে মিলান বি এন পীর বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে ,এই অবস্থায় চলমান মিলান বি এন পি তে চলছে দলীয় কোন্দল ,তাই সাংগঠনিক কাঠামোর বাহিরে চলছে নিজের ক্ষমতা প্রয়োগ।

15127468_1151226001581016_159085312_o

সহ সভাপতি শাহীন মাহমুদ অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন রবিবার ১৩ নভেম্বরের অনুষ্ঠানে তার বক্তব্যের পরে প্রধান উপদেষ্টা এবং সভাপতি বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হবার কথা কিন্তু হটাৎ তার বক্তব্যের পরে সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাল মামুন এর যেখানে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেবার কথা ছিল সেই খানে আব্দুল্লাল মামুন উপস্থিত না হয়ে অন্য এক অজ্ঞাত মহিলা মঞ্চে উঠে বক্তব্য দিলেন এবং ওই অজ্ঞাত বেক্তি বক্তব্যে স্পষ্ট বললেন তিনি মামুন ভাই এর কথায় এসেছেন এবং মামুন ভাই আসেনি কি হয়েছে তিনি এসেছেন , মামুন ভাই আশা আর তার আশা একিই কথা। সহ সভাপতি শাহীন মাহমুদ তীব্র ক্ষোভের সাথে বলেন রাজনীতি জানতে হবে সংগঠন বুঝতে হবে , হুট্ করে কেও অনুষ্ঠানে এসেই সিনিয়র সহ সভাপতির বক্তব্যের স্থলে বক্তব্য দেবে যেই ব্যক্তি মিলান বি এন পীর সদস্য ও না এটা কেমন রাজনীতি ,তাই সহ সভাপতি শাহীন মাহমুদ বিষয়টি সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন ,এবং মিলান বি এন পি কে সুসংগঠিত করতে অতি শীঘ্রই শক্ত হস্তক্ষেপ কামনা করেছেন……

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.