ইতালির মিলান “বৃহত্তর ঢাকা সমিতির” আয়োজনে পালিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল
ফেরদৌসী আক্তার পলি, মিলান ইতালি
বৃহত্তর ঢাকা সমিতি প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মিলানো শহরের স্থানীয় জারা মসজিদে এই ইফতারের আয়োজন করে। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি আনোয়ার বেপারীর সভাপতিত্বে এবং সভায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম জুয়েল, আবদুল্লা মোল্লা, কায়ুম মোল্লা, আইয়ুব আলী, আলী আহমেদ, মঞ্জুর হোসেন সাগর, চঞ্চল রহমান, লুৎফর রহমানসহ আরো অনেকে ।
সভাপতি তার বক্তব্যে বলেন, রোজা মানুষকে সংযম শিক্ষা দেয় আর একসাথে ইফতারের মাধ্যমে মানুষের অন্তরে জাগ্রত করে ভাতৃত্ববোধের। তিনি সংগঠনের পক্ষ থেকে সকলকে আগাম ঈদ শুভেচ্ছা জানান এবং আগামীতে আবারো একসাথে ইফতারের আশাবাদ ব্যক্ত করেন”।
সভা শেষে বিশ্বের মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সমিতি, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি অনেক বিদেশী বিভিন্ন দেশের মুসুল্লিদের ও অংশগ্রহণ করতে দেখা যায়।